নিউইয়র্ক

নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট


নিউইয়র্ক সিটি দেশে ক্রমবর্ধমান ডমেস্টিক ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে “জাতীয়ভাবে অগ্রণী পদক্ষেপ” নিয়েছে। শহরে চালু হয়েছে এনওয়াইপিডির নতুন ডোমেস্টিক ভায়োলেন্স ইউনিট, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের সবচেয়ে বড় বিশেষায়িত ইউনিট। মেয়র এরিক অ্যাডামস এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ ১৪ অক্টোবর মঙ্গলবার ইউনিটটির উদ্বোধন ঘোষণা করেন। প্রায় ৪৫০ জন অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়ে গঠিত এই ইউনিট ভুক্তভোগীদের অভিযোগ থেকে শুরু করে মামলার শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি একটানা পরিচালনা করবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের জন্য নিরবচ্ছিন্ন সহায়তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়াই এর মূল লক্ষ্য। মেয়র অ্যাডামস বলেন, জননিরাপত্তা শুধু রাস্তা বা সাবওয়েতে সীমাবদ্ধ নয়, এটি আমাদের ঘরেও প্রসারিত। “আমরা বেঁচে থাকা ভুক্তভোগীদের রক্ষা করার পবিত্র দায়িত্বে আছি,”—বললেন তিনি। “এই নতুন ইউনিটের মাধ্যমে ভুক্তভোগীরা পাবেন পূর্ণ সহায়তা, আর অপরাধীরা আসবে আইনের আওতায়।” নতুন কাঠামোর অংশ হিসেবে তদন্ত কর্মকর্তাদের জন্য দুই দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু হয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে “ডোমেস্টিক ভায়োলেন্স মিসডিমিনর ইনভেস্টিগেশন কার্ড টিম”, যারা দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করবে। কমিশনার জেসিকা টিশ বলেন, এই উদ্যোগটি সম্পূর্ণ “ভুক্তভোগী-কেন্দ্রিক” এবং “ট্রমা-সচেতন”—এর মূল লক্ষ্য হলো সহিংস অপরাধীদের দ্রুত আমাদের সম্প্রদায় থেকে সরিয়ে ফেলা। আগামী সপ্তাহ থেকেই নিউইয়র্ক সিটির পাঁচটি বরো জুড়ে নতুন ডোমেস্টিক ভায়োলেন্স ইউনিটের কার্যক্রম শুরু হবে। মেয়র অ্যাডামসের ভাষায়—“নিউইয়র্কে নিরাপত্তা মানে শুধু বাইরে নয়, ঘরের ভেতরও শান্তি নিশ্চিত করা।”   এলএবাংলাটাইমস/আইটিএলএস