করোনা কর্ণার

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৯৩৮ জনের মৃত্যু

যুক্তরাজ্যে একদিনে করোনায় মৃত্যু রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত পাঁচ হাজার ৪৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৬০ হাজার ৭৩৩ এ পৌঁছেছে। একই সময় করোনা আক্রান্তদের মধ্যে ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ৯৭ এ পৌঁছেছে।

করোনায় যুক্তরাজ্যে এক দিনে মৃতের সংখ্যার রেকর্ড এটি। এর আগে মঙ্গলবার দেশটিতে ভাইরাসে ৭৮৬ জনের মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত এটিই ছিল মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি