করোনা কর্ণার

মাস্ক ব্যবহারে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে: ফাউসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি বলেন, করোনার চলমান ঢেউ থামাতে প্রয়োজনে মাস্ক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় আদেশপত্র ঘোষণা করা উচিত। শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রে নতুন করে আবার করোনা সংক্রমণের রেকর্ড হওয়ায় জরুরিভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতাবলে মাস্ক বাধ্যতামূলক করার আদেশপত্র জারির আহবান জানান ফাউসি। এর আগে ১৫ সেপ্টেম্বর ভেরমোন্ট গভর্নর ফিল স্কটের সাথে এক কনফারেন্সে আলাপকালে ড. এন্থনী ফাউসি বলেছিলেন, মাস্ক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় আইনের কোনো প্রয়োজন নেই। কিন্তু এর এক মাস পরেই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন জারির প্রয়োজন অনুভব করছেন ড. এন্থনী ফাউসি৷ এছাড়াও ড. এন্থনী ফাউসি বাসিন্দাদের আগামী এক মাস মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানিয়ে বলেন, 'আমার বিশ্বাস আমেরিকার জনগণ করোনার ব্যাপারটি আরো গুরুত্ব সহকারে নিবে। আগামী একমাস বাসিন্দাদের উচিত মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহারের বিষয়টি যদি গুরুত্ব সহকারে নেওয়া হয়, তবে করোনার এই উপচে পড়া পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে'। এর আগে ফাউসি বলেছিলেন, রাষ্ট্রীয়ভাবে মাস্ক পড়ার বাধ্যবাধকতা আইনের প্রয়োজন নেই। তবে লোকাল গভর্নমেন্ট কিংবা রাজ্য কর্তৃপক্ষ যদি মাস্ক পড়ার ব্যাপারে নিয়ম জারি করে, সেটি ঠিক আছে। কিন্তু এন্থনী ফাউসি এখন বলছেন, যদি প্রয়োজন হয় আইনগতভাবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ৩২টি অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়া আরো ১৭টি অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে৷ গত শুক্রবারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ৮০ হাজার অতিক্রম করেছে। গড়ে মারা যাচ্ছে প্রতিদিন ৮০০ জন। আসন্ন শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে সতর্ক করে ড. এন্থনী ফাউসি বলেন, বাসিন্দাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে আরো সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি দ্বিগুণ কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷
এলএবাংলাটাইমস /ওএম