করোনা কর্ণার

এবার দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

চলমান করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয় চলতি সপ্তাহের শুক্রবার। শনিবার (২৪ আগস্ট) হলো দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, শনিবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৭১৮ জন। গত শুক্রবারের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা থেকে আক্রান্তের সংখ্যা কমেছে ৩৯ জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে না। শীতে সর্বোচ্চ সংক্রমণ দেখবে যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশজুড়ে বাড়বে হাসপাতালে ভর্তির সংখ্যা। ধীরে ধীরে বাড়বে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে চলমান মহামারি করোনা ভাইরাসে দেশজুড়ে ৮০ লাখের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৯৮১জন। ইউনিভার্সিটি অব মিনেসোটার গবেষক ও স্বাস্থ্য কর্মকর্তা মিশেল অস্টারহোলম বলেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই আক্রান্তের দিক থেকে ছয় অংকের ঘরে পৌঁছে যাবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে বাড়বে মৃত্যুর সংখ্যাও।

শীতে স্বাস্থ্যবিধি শিথিল ও সোশ্যাল গেদারিং বড় পরিসরে করার সুযোগ করে দেওয়ায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন এই স্বাস্থ্য কর্মকর্তা। অফিশিয়াল সূত্র জানিয়েছে, ম্যারিল্যান্ড ও নর্থ ক্যারোলিনায় সংক্রমণ বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো সামাজিক দূরত্ব পালনে বাসিন্দাদের অবহেলা। এদিকে, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, ৩৪টি রাজ্যে করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে৷ এলএবাংলাটাইমস /ওএম