করোনা কর্ণার

ডিসেম্বরে নির্ণয় হবে ভ্যাকসিনের কার্যকারীতা: ফাউসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রের ডেভেলপ করা করোনার ভ্যাকসিন কতোটা কার্যকর হবে, এটি চলতি বছরের ডিসেম্বরেই নির্ণয় করা সম্ভব হবে। তবে ভ্যাকসিনটি বাজারে আসতে ২০২১ সাল পর্যন্ত সময় লাগবে। ড. এন্থনী ফাউসি বলেন, সাধারণত এই ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় একটি অংশের উপর প্রয়োগ করা হচ্ছে। ফলে ভ্যাকসিনটির কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং পরিবর্তনশীলতা সম্পর্কে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা জরুরি। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর অনুমোদন পেতে ও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে এই বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। ২০২১ সালে বিশেষ প্রয়োজন অনুসারে ভ্যাকসিনটি বাজারে আনা হবে৷ এদিকে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ড. এন্থনী ফাউসি। তিনি বলেন, করোনাভাইরাস শীতল আবহাওয়ায় দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। ফলে শীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে। বাসিন্দাদের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়ে তিনি বলেন, সংক্রমণ রোধের একটিই উপায়, সেটি হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা। বাসিন্দাদের স্বাস্থ্যবিধি দ্বিগুণ কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া প্রয়োজনে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারি করা জরুরি। এলএবাংলাটাইমস /ওএম