করোনা কর্ণার

টিকা নিন, সুস্থ থাকুন: ফাউসি

যুক্তরাষ্ট্রে খুব শীঘ্রই শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। এরইমধ্যে টিকা প্রস্তুতকারক দুই প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না তাদের তৈরি টিকা অনুমোদনের জন্য ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে আবেদন জানিয়েছে। আশা করা যাচ্ছে, অনুমোদনের পর চলতি মাসের শেষের দিকেই টিকাদান কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি টিকা নিতে বাসিন্দাদের আহবান জানিয়ে বলেন, 'টিকা নিন, সুস্থ থাকুন'। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে এতো বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়নি। টিকাদান কর্মসূচি সূচারুভাবে সম্পন্ন কর‍তে কিছু জটিলতা রয়েছে। সবচেয়ে বড় জটিলতা হচ্ছে বাসিন্দাদের মধ্যে টিকা কতোটা বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ- সেই বিষয়টিতে আস্থা তৈরি করা। যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দা রয়েছে যারা করোনাভাইরাসকে খুব হালকাভাবে নেয়। আর টিকার গুরুত্ব নিয়েও খুব একটা সচেতন নয় তারা। এছাড়া মহামারির শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য টিকাদান কর্মসূচির গুরুত্ব আরো খর্ব করেছে। ট্রাম্পের অনেক সমর্থকই করোনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তবে যেহেতু এটি সংক্রমিত রোগ, তাই সবাইকেই টিকার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকার গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, 'টিকাই একমাত্র সমাধান। তাই এই কর্মসূচির একটি অংশ হয় যাওয়া উচিত। টিকা আসা মাত্রই টিকা নিয়ে নেওয়া উচিত'। তিনি আরো বলেন, 'মডার্না ও ফাইজারের তৈরি টিকার ফলাফল বেশ সন্তোষজনক। এটি নিরাপদ। বাসিন্দাদের দ্রুত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত'। এলএবাংলাটাইমস/ওএম