করোনা কর্ণার

করোনার উৎস জানতে নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল জানতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেকেরা দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) কাছে এই দাবি জানিয়েছেন। ডব্লিউএইচও'র সাথে মিনিস্ট্রি-পর্যায়ের আলোচনায় জাভিয়ের বেকেরা বলেন, করোনার উৎস কী- সেই বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তদন্ত করার সুযোগ দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অনুসারে, চীনের ল্যাব থেকে প্রথম করোনার ভাইরাস ছড়িয়েছে। ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৬৭ মিলিয়ন বাসিন্দা, আর মারা গেছে অন্তত ৩ দশমিক ৪ মিলিয়ন বাসিন্দা। এদিকে, মার্চ মাসে ডব্লিউএইচও ও চীনের বিজ্ঞানী দলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, এটি চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে৷ প্রমাণ হিসেবে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন চিকিৎসক ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়। তখনও বিশ্বব্যাপী করোনার ভাইরাসটি ছড়িয়ে পড়েনি। তবে বেইজিং এই তথ্য পুরোপুরি অস্বীকার করে জানায়, যুক্তরাষ্ট্রের ল্যাব থেকে বরং ভাইরাসটি ছড়িয়ে গেছে। মঙ্গলবার (২৫ মে) ডব্লিউএইচও'র সাথে আলোচনায় ইউএস সেক্রেটারি ফর হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জাভিয়ের বেকেরা সরাসরি চীনের নাম উচ্চারণ না করলেও আরো খোলামেলা এবং স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। বেকেরা বলেন, 'করোনাভাইরাস আমাদের জীবন থেকে শুধু একটি বছরই কেড়ে নেয়নি, বরং লক্ষ জীবনও কেড়ে নিয়েছে'। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ডব্লিউএইচও এর কাছ থেকে কোনো রকম রাজনৈতিক বা অন্য কোনো হস্তক্ষেপ মুক্ত বিশেষজ্ঞ গবেষণা আশা করে। এলএবাংলাটাইমস/ওএম