করোনা কর্ণার

সিডিসির নতুন আন্তর্জাতিক ভ্রমণ নির্দেশমালা জারি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে৷ একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা টিকা গ্রহণ করেছেন। এই অবস্থায় ১২০টি দেশের জন্য নতুন করে ভ্রমণ নির্দেশমালা প্রকাশ করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসি ১২০টি দেশের জন্য আন্তর্জাতিক ভ্রমণ নির্দেশমালা জারি করেছে। যারা টিকা নিয়েছেন ও যারা নেননি- সবার জন্যই স্বতন্ত্র নির্দেশমালা আছে। সোমবার (৭ জুন) এই নির্দেশমালা প্রণয়নের ঘোষণা দেয় সিডিসি। নির্দেশমালায় আইসল্যান্ড, সিঙ্গাপুর ও ইজরায়েলের মতো দেশকে কম ঝূঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সিডিসি বিশ্বের বিভিন্ন দেশকে করোনা সংক্রমণের হারের উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করেছে। সেটির উপর ভিত্তি করে কোন দেশে যাওয়ার আগে টিকা গ্রহণ প্রয়োজন ও কোথায় যাওয়ার আগে টিকা গ্রহণের প্রয়োজন নেই, সেসব ভাগ করে দেওয়া হয়েছে৷ যেসব দেশে গত ২৮ দিনে প্রতি লাখে ৫০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশকে চার নাম্বার ধাপে রাখা হয়েছে৷ এসব দেশে সহসা ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে সিডিসি। ব্রাজিল, ইন্ডিয়া ও ইরাক এই ধাপের অন্তর্ভুক্ত দেশ। এছাড়া ম্যাক্সিকো, রাশিয়া এবং ইরানের মতো দেশে টিকা গ্রহণ না করা থাকলে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে সিডিসি৷ এসব দেশে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ৫০০ জন। এসব দেশকে তৃতীয় ধাপে রাখা হয়েছে৷ এছাড়া দ্বিতীয় ধাপে রয়েছে ফিনল্যান্ড, কম্বোডিয়া ও কেনিয়ার মতো দেশ। এসব দেশে করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন বাসিন্দাদের ভ্রমণ না করতে বলা হয়েছে। তৃতীয় ধাপের দেশগুলোতে প্রতি এক লাখে আক্রান্তের সংখ্যা ৫০ থেকে ৯৯ জন। এছাড়া প্রথম ধাপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন দেশগুলো রয়েছে। এসব দেশে ভ্রমণের আগে টিকা গ্রহণ করতে পরামর্শ দিয়েছে সিডিসি। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মতো দেশ এই তালিকায় রয়েছে। সিডিসির নতুন ট্রাভেল ম্যাপ ও নোটিশ দেখতে ভিজিট করুন- https://wwwnc.cdc.gov/travel/noticescovid19 এলএবাংলাটাইমস/ওএম