করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রের চতুর্থ টিকা হতে পারে 'নোভাভ্যাক্স'

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভাভ্যাক্স ইনকর্পোরেশন জানায়, তাদের তৈরি করোনার টিকা ৯০ শতাংশ কার্যকরী। সোমবার (১৪ জুন) নোভাভ্যাক্স ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্র এবং ম্যাক্সিকোতে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকার দুইটি ডোজ ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরী। প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ৩০ হাজার মানুষের উপর এই পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, এই টিকার দুই ডোজ ৯০ শতাংশ কার্যকরী। প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য টিকাটির অনুমোদনের আবেদন করবে। এছাড়া ২০২১ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে অনুমোদনের আবেদন করবে বলেও জানায় নোভাভ্যাক্স। নোভাভ্যাক্স আরো জানায়, তাদের প্রোটিন-ভিত্তিক টিকাটি পূর্বে ছড়ি গড়ানো ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে ৯৩ শতাংশ পর্যন্ত কার্যকর ছিলো। এছাড়া এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালে টিকাটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম