করোনা কর্ণার

বাধ্যতামূলক টিকাগ্রহণের আদেশের বিরোধীতা করছে অভিভাবকরা

লস এঞ্জেলেসে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে টিকাগ্রহণের আদেশ জারি করা হচ্ছে। সোমবার (১৮ অক্টোবর)  অনেক অভিভাবক এতে নাখোশ হয়ে নিজেদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন না বলে জানিয়েছে। উক্ত আদেশের অধীনে, সপ্তম গ্রেড বা তাঁর উপরের ক্লাসের শিক্ষার্থীদের বাধ্যতামূলক টিকাগ্রহণ করতে হবে। টিকাগ্রহণ না করলে তাদের ক্লাস করতে দেওয়া হবে না। তাদেরকে বাসায় থেকেই পড়ালেখা করতে হবে। জুলাই মাসের ১ তারিখ থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। মমস অন দা গ্রাউন্ড নামক সংস্থাটি এই আদেশের বিরোধিতা করে একটি শান্তিমূলক ‘সিট-আউটের ঘোষণা দিয়েছে। এমওটিজি-এর সহ-প্রতিষ্ঠাতা প্যারিসা ফিসবেক বলেন, ‘এটি পুরোটাই অযৌক্তিক যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম হওয়া সত্ত্বে আমার সন্তানকে টিকাগ্রহণ করতে হবে। অপরদিকে, টিকাটিও পুরোপুরি কাজ করে না কারণ টিকা নেওয়া পরেও অনেকেই আক্রান্ত হচ্ছে।‘ সংস্থাটি জানায়, টিকাগ্রহণের সিদ্ধান্তটি বাধ্যতামূলক না করে অভিভাবকদের ওপর ছেড়ে দেওয়া উচিত। ফিসবেক বলেন, ‘আমার কাছে একজন আমেরিকান ও একজন মানুষ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ন অধিকার হচ্ছে যে আমি আমার সন্তানদের ভালমন্দের জন্য দায়িত্ব নিতে পারব। এটি যদি আমার কাছে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমার কাছ থেকে আর কি কি ছিনিয়ে নেওয়া হতে পারে?’ । সিডিসি জানায়, ১২ বছর ও তাঁর উপরে সবার উচিত টিকাগ্রহণ করা। এলএবাংলাটাইমস/এমডব্লিউ