আমেরিকা

'ছেলের শরীর থেকে ভূত তাড়ানোর সময় মৃত্যু', মা’র বিরুদ্ধে খুনের অভিযোগ

ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকায় ৬ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মায়ের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুনসহ একাধিক অভিযোগ গঠন করেছে পুলিশ। শিশুটি দীর্ঘ দুই সপ্তাহ স্কুলে অনুপস্থিত থাকার পর এক welfare check এর সময় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। স্ট্রুকি কাউন্টির শেরিফ রিচার্ড ডেল টোরো জানান, মৃত শিশুর নাম রা’মাইল পিয়ের, সে স্যামুয়েল গেইন্স একাডেমির শিক্ষার্থী ছিল। ১৪ই মে সে শেষবার স্কুলে উপস্থিত ছিল। ৩১ মে পুলিশ তার বাসায় যায় এবং শিশুটির মা, রনডা জয়েস পলিনিস, পুলিশ সদস্যদের শিশুটির শয়নকক্ষে নিয়ে গেলে সেখানেই বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে শেরিফ ডেল টোরো বলেন, ‘মায়ের দাবি অনুযায়ী, তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে বলছিলেন যে, তার ছেলের শরীর থেকে ভূত তাড়াতে হবে। সন্তানটি নড়াচড়া বন্ধ করে দিলে এবং মৃত্যুবরণ করলে তিনি ভেবেছিলেন, ভূত তাড়ানো হয়ে গেছে এবং সন্তানটি পুনরায় ফিরে আসবে’। পুলিশ জানায়, শিশুটির মৃত্যু ১৮ মে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে—যেদিন মা সর্বশেষ তার সঙ্গে কথা বলেন। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত চলমান থাকায় তারা আপাতত বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। রনডা পলিনিসের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুন, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ স্পর্শ বা নাড়াচাড়া করার অভিযোগ আনা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হলে হত্যার অভিযোগে তার জামিন নামঞ্জুর করা হয়। তার পক্ষে নিযুক্ত সরকারি আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি। শেরিফ জানান, ঘটনার সময় মা একবার হাসছিলেন আবার কাঁদছিলেন, যা মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয়। মা ও ছেলে ছাড়া বাসায় আর কেউ থাকতেন না। আগেও পুলিশের নজরে এসেছিল পরিবারটি—একবার পারিবারিক কলহ এবং সর্বশেষ ১৭ মে মায়ের একটি “চিকিৎসাগত” সমস্যার কারণে, যা ঘটনার আগের দিন। স্ট্রুকি কাউন্টি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থী ও কর্মীদের জন্য শোক ও মানসিক সহায়তা পরিষেবা চালু করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এই হৃদয়বিদারক সময়ে আমরা শিক্ষার্থীটির পরিবার, বন্ধু, সহপাঠী এবং যারা তাকে ভালোবাসতেন তাদের পাশে রয়েছি’। তদন্ত চলমান থাকায় স্কুল কর্তৃপক্ষ আপাতত আর কোনো মন্তব্য করছে না। এলএবাংলাটাইমস/ওএম