করোনা কর্ণার

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকায় নতুন বিধিনিষেধ আরোপ

বৃহস্পতিবারে (০৫ মার্চ) এফডিএ জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার ওপর নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। জনসন এন্ড জনসন টিকা গ্রহণকারীদের মধ্যে এক দুর্লভ কিন্তু মারাত্মক রক্ত জমাট বাধার রোগ দেখা যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এফডিএ। এফডিএ জানিয়েছে, যেসকল প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা অন্য কোন কোম্পানির টিকা গ্রহণ করতে পারবে না বা স্বেচ্ছায় জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করতে চাইবে, শুধুমাত্র তারাই জনসন এন্ড জনসন টিকা পাবে। এফডিএর কর্মকর্তারা জানিয়েছে, জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করার দুই সপ্তাহের মধ্যে প্রাণঘাতী কিন্তু দুর্লভ এক রক্ত জমাটকারী রোগ দেখা দিতে পারে। এইজন্য তাঁরা এটির ওপর নতুন বিধি-নিষেধ আরোপ করছে। এই পর্যন্ত এই দুর্ল্ভ রোগে ৬০ জন আক্রান্ত হয়েছে যার মধ্যে ৯ জন মৃত্যুবরণ করেছে। প্রতি ৩২ লাখের মধ্যে ১ জনের এই রোগ দেখা গিয়েছে।২০২১ সালের ডিসেম্বরেই সিডিসি জনসন এন্ড জনসন টিকার পরিবর্তে মর্ডানা এবং ফাইজারের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে বলেছিলো। প্রথমদিকে, জনসন এন্ড জনসন টিকা শুধুমাত্র এক ডোজ দেওয়া পড়তো বিধায় এর ওপর সবাই জোড় দিচ্ছিলো। পরবর্তীতে, এটির কার্যকরিতা কম পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি থাকায় এটির পরিবর্তে অন্যান্য টিকার ওপর বেশি জোড় দেওয়া হয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ