বিনোদন

সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম নতুন চুক্তিতে আবদ্ধ

সময়ের আলোচিত মডেল নায়লা
নাঈম এবার চুক্তিবদ্ধ হলেন একটি এনার্জি ড্রিংকস এর ব্র্যান্ডএম্ব্যাসেডর হিসেবে।”সি ফুড এন্ড বেভারেজ” এর নতুন এনার্জি ড্রিংকস ”রাশ এনার্জিড্রিংকস” এর ব্র্যান্ড এম্ব্যাসেডর হিসেবে তিনি আজ চুক্তিবদ্ধহন। এই বিষয়ে আজ চুক্তি সম্পন্ন হবার পর নায়লা তার একপ্রতিক্রিয়াতে জানান,”আমি খুবই আনন্দিত যে ”রাশ এনার্জিড্রিংকস” এর জন্য আমাকে ব্র্যান্ড এম্ব্যাসেডর হিসেবে নির্বাচনকরার জন্য।আমি ”সি ফুড এন্ড বেভারেজ” এবং ”এশিয়াটিক টকিংপয়েন্ট ” কেধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আর আমার ফ্যানদের বলব “আপনাদেরজন্য আমি নিয়ে আসছি নতুন এক চমক।”জানা গেছে, চুক্তি অনুযায়ী নায়লা এই ”রাশ এনার্জি ড্রিংকস” এরব্র্যান্ড এম্ব্যাসেডর হিসেবে তাদের বিজ্ঞাপনসহ সকল প্রকারপ্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।