বিনোদন

ঢাকায় আসছে নোংরা নীল ছবির নায়িকা সানী লিওন ও আতিফের কনসার্ট

বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানী লিওন ঢাকায় আসছে! খবরটিতে হয়তো অনেকেই চমকে উঠবেন। এর আগে অবশ্য সানী লিওনের আসার খবর বেশকিছু অনলাইন দৈনিক প্রকাশ করলেও শেষ অবধি চূড়ান্ত কোনো খবরে গড়ায়নি। তবে এবারে সানী লিওনের নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান অর্থাত্ সানী লিওনের এজেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে অফিসিয়ালী। মূলত সেই প্রতিষ্ঠানই ঢাকায় এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরই ভেতরে সানী লিওন আসার প্রাথমিক সব প্রস্তুতি শেষ করা হয়েছে। তারিখও চূড়ান্ত হয়েছে।