দীর্ঘদিন পর ‘জাজবা’ ছবি দিয়ে রূপালি পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। শুধু ফিরছেন না ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন তিনি।
সম্প্রতি সূত্রের বরাত দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘জাজবায়’ বেশ কিছু দুরূহ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অ্যাশকে। শুধু অ্যাকশন নয়, গানেও কণ্ঠও দিতে চলেছেন তিনি।
তবে হ্যাঁ, যে কোনো কাজেই নিজের একশো শতাংশ দিতে চান অ্যাশ। তাই গানটি রেকর্ড করার আগে কিছুদিন রেয়াজ করার সময় চেয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে মাধুরী দীক্ষিত, আলিয়া ভট, শ্রদ্ধা কাপুর, করিনা কাপুরসহ আরো অনেক অভিনেত্রী গানে কণ্ঠ দিয়েছেন।
সম্প্রতি সূত্রের বরাত দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘জাজবায়’ বেশ কিছু দুরূহ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অ্যাশকে। শুধু অ্যাকশন নয়, গানেও কণ্ঠও দিতে চলেছেন তিনি।
তবে হ্যাঁ, যে কোনো কাজেই নিজের একশো শতাংশ দিতে চান অ্যাশ। তাই গানটি রেকর্ড করার আগে কিছুদিন রেয়াজ করার সময় চেয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে মাধুরী দীক্ষিত, আলিয়া ভট, শ্রদ্ধা কাপুর, করিনা কাপুরসহ আরো অনেক অভিনেত্রী গানে কণ্ঠ দিয়েছেন।