সম্প্রতি ‘শানদার’ চলচ্চিত্রে বিকিনি দৃশ্যে অভিনয় করে বহু আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার শারিরীক গঠন নাকি বিকিনির জন্য মানানসই নয়। বলেছেন তার একজন সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। অথচ আরেক আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিকিনির জন্য প্রশংসায় ভাসিয়ে দিলেন আলিয়াকে।
একটি প্রতিবেদন অনুযায়ী, আলিয়া বলেছিলেন তার বিকিনি দৃশ্য ক্যাটরিনার ভালো লাগলেই তার আর দুঃশ্চিন্তা থাকবে না। এই কথার উত্তরে ‘ফ্যান্টম’ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আলিয়ার বিকিনি দৃশ্যের প্রতি নিজের ভালো লাগার কথা জানান।
ক্যাটরিনার প্রসংশায় দারুণ উচ্ছ্বসিত আলিয়া। প্রশংসায় যেন মাটিতে পা পড়ছে না তার।
হাইওয়ে অভিনেত্রী আলিয়া বলেন, ক্যাটরিনার এমন মূল্যায়ণে আমি খুব আনন্দিত। প্রথম ছবি ‘বুম’ এ ক্যাটরিনা বিকিনি পড়েছিলেন। সুতরাং তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।
একটি প্রতিবেদন অনুযায়ী, আলিয়া বলেছিলেন তার বিকিনি দৃশ্য ক্যাটরিনার ভালো লাগলেই তার আর দুঃশ্চিন্তা থাকবে না। এই কথার উত্তরে ‘ফ্যান্টম’ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আলিয়ার বিকিনি দৃশ্যের প্রতি নিজের ভালো লাগার কথা জানান।
ক্যাটরিনার প্রসংশায় দারুণ উচ্ছ্বসিত আলিয়া। প্রশংসায় যেন মাটিতে পা পড়ছে না তার।
হাইওয়ে অভিনেত্রী আলিয়া বলেন, ক্যাটরিনার এমন মূল্যায়ণে আমি খুব আনন্দিত। প্রথম ছবি ‘বুম’ এ ক্যাটরিনা বিকিনি পড়েছিলেন। সুতরাং তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।