বিরাট কোহলি আনুশকা শর্মার সম্পর্কে
ফাটল ধরেছে, কয়েকদিন আগেই শোনা
যাচ্ছিল এমন কথা। কিন্তু আজই শোনা গেল
অন্যখবর। বিরাট আনুশকা নাকি একসঙ্গে
থাকার পরিকল্পনা করছেন। মুম্বাইয়ের
ওরলি অ্যপার্টমেন্টে ফ্ল্যাটও দেখা হয়ে
গেছে। সেখানেই বিয়ের আগে লিভ টুগেদার
করতে চান এই যুগল। খবরটা রটেছে আনুশকার
ঘনিষ্ট মহলে, তাই সত্যতা নিয়ে প্রশ্ন
করছেন না কেউই। আপাতত দুই পরিবার
নিশ্চিন্ত। বুঝতে পারছেন তাঁরা, পাঁচটা
সম্পর্কের মত ছোটখাটো ঝামেলায় এঁদের
সম্পর্ক ভাঙার নয়। শুধু বিয়ের আগে এক
ছাদের তলায় থেকে একে অপরকে আর একটু
ভালো করে যাচাই করে নিতে চান দু'জনেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়
ক্রিকেট দলের অবস্থা ভালো নয়। চাপে
রয়েছেন বিরাট। অন্যদিকে আনুশকার শেষ
ছবি বােম্বে ভেলবেটও তেমন সাফল্য
পায়নি। খারাপ সময়ে তাই একে অপরকে
ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই একজনরেও।
সম্পর্কে চিড় খবরটা গুজব প্রমাণ করে তাই
আরোও একটু কাছাকাছি থাকতেই এঁদের এই
পরিকল্পনা।
সূত্র: আজকাল
ফাটল ধরেছে, কয়েকদিন আগেই শোনা
যাচ্ছিল এমন কথা। কিন্তু আজই শোনা গেল
অন্যখবর। বিরাট আনুশকা নাকি একসঙ্গে
থাকার পরিকল্পনা করছেন। মুম্বাইয়ের
ওরলি অ্যপার্টমেন্টে ফ্ল্যাটও দেখা হয়ে
গেছে। সেখানেই বিয়ের আগে লিভ টুগেদার
করতে চান এই যুগল। খবরটা রটেছে আনুশকার
ঘনিষ্ট মহলে, তাই সত্যতা নিয়ে প্রশ্ন
করছেন না কেউই। আপাতত দুই পরিবার
নিশ্চিন্ত। বুঝতে পারছেন তাঁরা, পাঁচটা
সম্পর্কের মত ছোটখাটো ঝামেলায় এঁদের
সম্পর্ক ভাঙার নয়। শুধু বিয়ের আগে এক
ছাদের তলায় থেকে একে অপরকে আর একটু
ভালো করে যাচাই করে নিতে চান দু'জনেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়
ক্রিকেট দলের অবস্থা ভালো নয়। চাপে
রয়েছেন বিরাট। অন্যদিকে আনুশকার শেষ
ছবি বােম্বে ভেলবেটও তেমন সাফল্য
পায়নি। খারাপ সময়ে তাই একে অপরকে
ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই একজনরেও।
সম্পর্কে চিড় খবরটা গুজব প্রমাণ করে তাই
আরোও একটু কাছাকাছি থাকতেই এঁদের এই
পরিকল্পনা।
সূত্র: আজকাল