বিনোদন

ভাষা আন্দোলন নিয়ে আরেক সিনেমা

বাঙালির আবেগের সঙ্গে জড়িত বায়ান্নর ভাষা আন্দোলন। অথচ সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’, ‘ফাগুন হাওয়ায়’ ছাড়া তেমন কোনো সিনেমা নেই। সেই আফসোস থেকে এবার নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ভাষার জন্য মমতাজ’। এ তথ্য জানালেন অভিনেতা গাজী আবদুন নূর। তিনি সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে আবদুন নূর বলেন, ‘আমার শুরুটা হয়েছিল কলকাতায়। সেখান থেকে দেশে আসার পর দেশের যেকোনো গল্পই আমাকে সব সময় মুগ্ধ করে। এর অন্যতম কারণ, আমি বাংলাদেশের ভালো গল্পে কাজ করতে চাই। এর মধ্যে ঐতিহাসিক গল্পগুলো আমার কাছে এমনিতেও ভালো লাগে। যেহেতু আমার শুরুটা হয়েছিল ঐতিহাসিক চরিত্র দিয়ে। আর ভাষা আন্দোলন মানে আমার কাছে কাজটি করা দায়বদ্ধতার মধ্যে পরে। জায়গায় পরে। সেদিক থেকে একজন বাঙালি এবং গর্বিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বাংলাকে নিয়ে যে ইমোশন, সেটাই আমাকে বায়ান্ন প্রেক্ষাপটের চরিত্র করতে অনুপ্রাণিত করেছে।’ ‘ভাষার জন্য মমতাজ’ সিনেমার প্রেক্ষাপটে দেখা যাবে, দেশভাগ–পরবর্তী ভাষা আন্দোলনের সূচনাপর্ব থেকে ভাষা আন্দোলনের সময় পর্যন্ত। সেই সময়ে হাওড়ার জমিদার পরিবারের মেয়ে মমতাজ গোপালগঞ্জের ছেলে মান্নাফের প্রেমে পড়েন। কলকাতায় তাঁদের পরিচয় থেকে এই ভালোবাসা। পরে তাঁরা বিয়ে করেন। এরপর বাঙালিদের ওপর উর্দু চাপিয়ে দেওয়া হলে সোচ্চার হন তাঁরা। একসময় জেলে যেতে হয় তাঁদের। আবদুন নুর বলেন, ‘ত্যাগী, তেজস্বিনী মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল মানুষের গল্প এটি। কিছু চরিত্র হয়তো শিল্পীসত্তাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে; তেমন একটি গল্প। যে গল্পটি দর্শকদের ভাষার জন্য যে ত্যাগ, ভালোবাসা সেগুলোর মুখোমুখি করবে।’ অনুদানের এই চলচ্চিত্র পরিচালনা করেছেন সারোয়ার তামিজউদ্দিন। তিনি জানান, গেল বছর সিনেমার এক লটের শুটিং হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শিগগির আবার দ্বিতীয় ও শেষ লটের শুটিং শুরু হবে। সিনেমায় মমতাজ নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ আক্তার। সিনেমায় অভিনয় করছেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী প্রমুখ।  


এলএবাংলাটাইমস/আইটিএলএস