তাঁরা নাকি এবার আর একসঙ্গে
থাকবেন না। এমন খবরেই সম্প্রতি
জল্পনা ছড়িয়েছিল বলিউডে। তার
মাঝেই রণবীর কাপুরের সঙ্গে
দীপিকার ”তামাশা। এবং ফিল্মের
সাকসেস পার্টিতে ক্যাটরিনার
অনুপস্থিতি নিয়ে একাধিক জল্পনা
হয়েছে। যা নিয়ে বলিউডের একাংশ
মনেই করে নিয়েছিল, এবার বোধ হয়
সত্যি সম্পর্ক ছিন্ন হলো রণবীর,
ক্যাটের। কিন্তু, এসব জল্পনার অবসান
ঘটিয়ে, শেষ পর্যন্ত ফের রণবীরের
সঙ্গে দেখা গেল ক্যাটরিনা
কাইফকে।
সূত্র বলছে, সম্প্রতি, বান্দ্রার
বাড়িতে একসঙ্গে দেখা যায় রণবীর,
ক্যাটরিনাকে। শুধু তাই নয়,
ক্যাটরিনাকে প্রকাশ্যে চুমু খেতে
দেখা যায় রণবীরকে। বিশ্বাস হচ্ছে
না তো? কিন্তু, দু’টি অনলাইন
পোর্টালের খবর অনুযায়ী, বান্দ্রার
বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েই
প্রকাশ্যে ক্যাটরিনাকে চুমু খেতে
দেখা যায় রণবীরকে। আর যা নিয়েই
বেশ জল্পনা ছড়িয়েছে বি টাউনের
অন্দরে।
বর্তমানে ফিতুরের শ্যুটিংয়ে ব্যস্ত
ক্যাটরিনা। আর তাই, শ্যুটিংয়ের
ফাঁকে বান্দ্রার বাড়িতে এলে, রণবীর
নাকি, ঠোঁটের স্পর্শে উষ্ণ অভ্যর্থনা
জানান ক্যাটরিনাকে।
থাকবেন না। এমন খবরেই সম্প্রতি
জল্পনা ছড়িয়েছিল বলিউডে। তার
মাঝেই রণবীর কাপুরের সঙ্গে
দীপিকার ”তামাশা। এবং ফিল্মের
সাকসেস পার্টিতে ক্যাটরিনার
অনুপস্থিতি নিয়ে একাধিক জল্পনা
হয়েছে। যা নিয়ে বলিউডের একাংশ
মনেই করে নিয়েছিল, এবার বোধ হয়
সত্যি সম্পর্ক ছিন্ন হলো রণবীর,
ক্যাটের। কিন্তু, এসব জল্পনার অবসান
ঘটিয়ে, শেষ পর্যন্ত ফের রণবীরের
সঙ্গে দেখা গেল ক্যাটরিনা
কাইফকে।
সূত্র বলছে, সম্প্রতি, বান্দ্রার
বাড়িতে একসঙ্গে দেখা যায় রণবীর,
ক্যাটরিনাকে। শুধু তাই নয়,
ক্যাটরিনাকে প্রকাশ্যে চুমু খেতে
দেখা যায় রণবীরকে। বিশ্বাস হচ্ছে
না তো? কিন্তু, দু’টি অনলাইন
পোর্টালের খবর অনুযায়ী, বান্দ্রার
বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েই
প্রকাশ্যে ক্যাটরিনাকে চুমু খেতে
দেখা যায় রণবীরকে। আর যা নিয়েই
বেশ জল্পনা ছড়িয়েছে বি টাউনের
অন্দরে।
বর্তমানে ফিতুরের শ্যুটিংয়ে ব্যস্ত
ক্যাটরিনা। আর তাই, শ্যুটিংয়ের
ফাঁকে বান্দ্রার বাড়িতে এলে, রণবীর
নাকি, ঠোঁটের স্পর্শে উষ্ণ অভ্যর্থনা
জানান ক্যাটরিনাকে।