ঈদুল ফিতরে আসছে জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটক ‘খুশি’। ঈদের এই নাটকে জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় ইয়াশ রোহান ও তানজিন তিশা। এটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব।
নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘ইয়াশ রোহান ও তানজিন তিশা দুজনই আমার খুব প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। তাদের অভিনয় নিয়ে বলার কিছু নেই। ‘খুশি’ নাটকে আমি আমার সব চরিত্রকেই ডাউনটোনে রেখে অভিনয় করানোর চেষ্টা করেছি। আন্ডার-অ্যাক্টিং ব্যাপারটা সহজ নয়, সবাই চাইলেও করতে পারে না। নাটকে এই চর্চাটা খুব কম হয় বলেই আমি মনে করি। তবে আমার ‘খুশি’ গল্পে সবাই সেরাটা দিয়েই চেষ্টা করেছে।’ নাটকটিতে ‘খুশি’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার অভিনয় প্রসঙ্গে সজীব বলেন, ‘যারা নাটকটি দেখবেন, তারা এটি মনে রাখবেন। বিশেষ করে ‘খুশি’ চরিত্রটি অনেকদিন দর্শকদের মনে বেঁচে থাকবে। তানজিন তিশা এখন একজন পরিপূর্ণ অভিনেত্রী। সময় পেলে তিনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।’
রোমান্টিক গল্পে নির্মিত ঈদের এ নাটকটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক ভূঁইয়া খালেদ। প্রসঙ্গত, ‘খুশি’ ছাড়াও এই ঈদে নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে ‘দুজন দুজনার’ নামে আরও একটি নাটক আসছে। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন সায়রা তটিনী। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। এলএবাংলাটাইমস/আইটিএলএস
নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘ইয়াশ রোহান ও তানজিন তিশা দুজনই আমার খুব প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। তাদের অভিনয় নিয়ে বলার কিছু নেই। ‘খুশি’ নাটকে আমি আমার সব চরিত্রকেই ডাউনটোনে রেখে অভিনয় করানোর চেষ্টা করেছি। আন্ডার-অ্যাক্টিং ব্যাপারটা সহজ নয়, সবাই চাইলেও করতে পারে না। নাটকে এই চর্চাটা খুব কম হয় বলেই আমি মনে করি। তবে আমার ‘খুশি’ গল্পে সবাই সেরাটা দিয়েই চেষ্টা করেছে।’ নাটকটিতে ‘খুশি’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার অভিনয় প্রসঙ্গে সজীব বলেন, ‘যারা নাটকটি দেখবেন, তারা এটি মনে রাখবেন। বিশেষ করে ‘খুশি’ চরিত্রটি অনেকদিন দর্শকদের মনে বেঁচে থাকবে। তানজিন তিশা এখন একজন পরিপূর্ণ অভিনেত্রী। সময় পেলে তিনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।’
রোমান্টিক গল্পে নির্মিত ঈদের এ নাটকটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক ভূঁইয়া খালেদ। প্রসঙ্গত, ‘খুশি’ ছাড়াও এই ঈদে নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে ‘দুজন দুজনার’ নামে আরও একটি নাটক আসছে। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন সায়রা তটিনী। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। এলএবাংলাটাইমস/আইটিএলএস