পরিবেশ

কার্বন নিঃসরণ বিষয়ে বাইডেনের বড় প্রতিশ্রুতি

২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণের পরিমাণ ৫২ শতাংশ কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৪০টি দেশের শীর্ষ নেতাদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল সামিটে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই ভার্চুয়াল সামিট শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই ভার্চুয়াল সামিট চলবে। হোয়াইট হাউজ সামিট শীর্ষক এই জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় বিশ্বের ৪০টি দেশের শীর্ষ নেতা অংশ নিয়েছেন। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয় নিয়ে সামিটে আলোচনা করা হবে। সামিটের প্রথম দিন বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ এর পরিমাণ ৫০ থেকে ৫২ শতাংশ পর্যন্ত হ্রাস করা হবে। তবে এখন পর্যন্ত এটি কিভাবে সম্ভব হবে, এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জো বাইডেন একটি 'গ্রিনার ইকোনমি' গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে বলেন, 'জাতি হিসেবে আমাদের অনেক কিছুই করার আছে। বিশ্বের জন্য পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখবো'। ক্রমান্বয়ে এই কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে এনে ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে শূন্য শতাংশ কার্বন নিঃসরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে যখন প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রকে যোগ করে, তখন কার্বন নিঃসরণের পরিমাণ ২০২৫ সাল নাগাদ ২৬ থেকে ২৮ শতাংশ কমিয়ে আনার কথা জানান। সেই হিসেবে ২০৩০ সালের মধ্যে নিঃসরণের মাত্রা ৫২ শতাংশ কমিয়ে আনা বেশ কঠিন হবে বলেই মনে করছেন দেশের জলবায়ু বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস/ওএম