ইউরোপ

ঐতিহাসিক গণভোটে রায় : ইইউ ছাড়ছে ব্রিটেন

বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে ইওরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ৪৩ বছরের বন্ধন ছিন্ন হচ্ছে।

ইইউ ত্যাগের পক্ষে ভোট পড়েছে ৫১.৯ শতাংশ আর ইইউতে থাকার পক্ষে ৪৮.১ ভাগ।

ইইউ ত্যাগের পক্ষে ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ ভোট পড়েছে। অন্যদিকে বিপক্ষে পড়েছে ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ ভোট।

বৃহস্পতিবারের ওই গণভোটে ভোট পড়েছে ৭২.২ শতাংশ।

লন্ডন ও স্কটল্যান্ড ইইউতে থাকার পক্ষে জোরালো মত দিয়েছে। তবে উত্তর ইংল্যান্ডে খুবই খারাপ করেছে ইউতে থাকার পক্ষ।

ওয়েলস ও ইংলিশ শায়ার ইইউ ত্যাগের পক্ষে বিপুল সংখ্যায় ভোট দিয়েছে।

ফলাফলে দেখা যাচ্ছে, লিভ ক্যাম্প জনমত জরিপের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

ফলাফলের আভাস আসতেই ব্রিটিশ পাউন্ডের দাম ৩০ বছরের নীচে নেমে গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) গণভোট শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। এটি যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় গণভোট। এই গণভোটটিকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রেকর্ডসংখ্যক ৪ কোটি ৬৫ লাখ ভোটার এই গণভোটে অংশ নেন।

এই গণভোটে ইতিমধ্যে গোটা যুক্তরাজ্যকে দুই ভাগে ভাগ করে দিয়েছে।



ইইউতে থাকার পক্ষে ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও লেবার পার্টির নেতা জেরেমি কার্বন। তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

অন্যদিকে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দেন সাবেক লন্ডন মেয়র ও বর্তমান সাংসদ বরিস জনসন।

ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়।

শুধু ব্রিটেন নয়, এই গণভোট ঘিরে স্নায়ু টানটান গোটা বিশ্বের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলে ইউরোর দাম অনেকটাই পড়বে। বাড়বে ডলারের দাম। ব্রিটেনের নিজস্ব মুদ্রা পাউন্ডের উপরেও এর প্রভাব পড়বে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব-নিকাশ অনেকটাই বদলে যাবে। ব্রিটেনের স্টক মার্কেট সকাল থেকেই টালমাটাল হয়ে রয়েছে। প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের স্টক মার্কেট-সহ বিশ্ব বাজারেও।

গণভোটের ফল ব্রিটেনের বহির্গমনের পক্ষে আসায় বিশ্ব বাজার টালমাটাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি