যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিবাসীদের বিষয়ে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। অভিবাসীদের দেওয়া সরকারি সুযোগ-সুবিধা হ্রাসে তার 'যুক্তিসঙ্গত' কিছু প্রস্তাবে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।অভিবাসন বিষয়ে আরও কঠোর হচ্ছেন ক্যামেরন একইসঙ্গে ইইউ নেতারা তার প্রস্তাবে সমর্থন না দিলে যুক্তরাজ্য ইইউ থেকে বেড়িয়ে যাওয়ার বিষয়টি আরও সক্রিয়ভাবে বিবেচনা করবে বলেও হুমকি দিয়েছেন ক্যামেরন।তার প্রস্তাবের মধ্যে রয়েছে- ইইউভুক্ত দেশ থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার নিয়ম কঠোর করা। প্রস্তাব অনুসারে ইইউ থেকে আসা অভিবাসীরা যুক্তরাজ্যে আসার চার বছর আগে সরকারি কোনো সুবিধা পাবেন না। এসব অভিবাসী ছয় মাসের মধ্যে কাজ না পেলে তাদেরকে ফিরে যেতে বাধ্য করার কথাও বলা হয়েছে প্রস্তাবে।প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইইউভুক্ত দেশের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ওয়েস্ট মিডল্যান্ডের একটি কারখানায় দেওয়া বক্তব্যে ক্যামেরন আরও বলেন, ইইউ থেকে অভিবাসী আগমন বিষয়ক নীতি তিনি পরিবর্তন করতে পারবেন। খবর বিবিসির আর এক্ষেত্রে যদি ই্ইউ নেতারা তাকে সমর্থন করেন তাহলে ২০১৭ সালে অনুষ্ঠেয় গণভোটে যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালাবেন তিনি। অন্যথায় ইইউ থেকে যুক্তরাজ্যেকে বেরিয়ে যেতে 'সম্ভব সবকিছুই করবেন'।ইইউর অবাধ চলাচলের সুবিধা বাতিল করে যুক্তরাজ্যে অভিবাসি সংখ্যা কমাতে চান না মন্তব্য করে ক্যামেরন বলেন, আমি এমন কিছু পদক্ষেপ নিতে চাই, যাতে করে ইউরোপে কাজের সন্ধানে আসা লোকদের নিকট যুক্তরাজ্য 'কম আকর্ষণীয় গন্তব্যে' পরিণত হয়। ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসির আগমন কমাতে অন্যান্য দলের চাপের মুখে রয়েছে ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি। তবে ক্যামেরনের এমন প্রস্তাবের সমালোচনা করেছেন বিরোধীদল লেবার পর্টির নেতা অ্যাড মিলিব্যান্ড।