চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে রাহাত নামে এক ক্ষুদে ক্রিকেটারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় স্কুল ছুটির পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে। সে চট্টগ্রামের সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, গতকাল মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। বুধবার মরদেহটি কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস