ফিচার

রয়া চৌধুরীর কবিতা

যদি হতো মতিভ্রম

রয়া চৌধুরী

শূন্য চাইলেই হতে পারতোসামনের মানুষটির একে অন্যের
মন বুঝে নেওয়ার
ঠিক আলোর মতো কিংবা আলো নয়;
আলো-আঁধারির নিস্পাপ হাত
হাতের মতো।

বিস্মিত  নিষ্পাপ বালক দিনের আলোয়
বলেছিল, সব দেখা যায় !
আমরাও কি সব দেখতে পেতাম?
মানব হৃদয়ের সত্য সুন্দর, ভালবাসা
আর ঈর্ষা, হিংস্র কুটিল নির্মমতা !

দিনের আলোতে
আমরা গাইতাম না তাদের জয়গান
অথবা গুন কীর্তন ;
যারা বলেছেন হাজার হাজার বছর ধরে
সত্য আর মানবতার কথা
জীবন আর যৌবনের নিখুঁত উপকথা,
আর চুপটি করে দেখেছেন
রোম, জাঞ্জিবার, বাগদাদ, কঙ্গো, আটলান্টায়
মানুষ বিকিকিনির বিভৎস  উল্লাস
শুনতে হতো না জ্ঞানের লিপিবদ্ধকৃত অহংবোধ,
অভিশপ্ত আর দ্বিচারিতার জয়দ্ধনি ।

মহাত্মা পাঠিয়েছেন যুদ্ধে
একান্ত অনুগত হিত্তিপুত্রকে,
মারতে নয়, মরতে;
সত্যের কুটিল ছোবলে হতো  দ্রোনা
অহিংস ভিক্ষু করেছে মরণের কারবার
কুফা বাসীরা দিয়েছে কারবালা উপহার ।
শূন্যের মতিভ্রম হলে হয়তো হতো না আর
৭১, মাইলাই, নাগাসাকি, শিনজার ।

দিনের আলোয়,
পৃথিবীর প্রথম মৃত্যুটি হতো  স্বাভাবিক
দেসদিমনা বেঁচে থাকত আরো বহুবার
কিন্ত শূন্য কখনো ভুল করেন না
কোনোদিনই হয়নি মতিভ্রম !
মানব হৃদয়ে তাই একাকার
সত্য সুন্দর আর কৃষ্ণ শকুনি,
নিরন্তর চলমান সহস্র আরব্য রজনী।