আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর এখনো নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনারা : জাতিসংঘ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী এখনো যুদ্ধাপরাধ করে যাচ্ছে বলে  মন্তব্য করেছেন মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান ।

বুধবার নিরাপত্তা পরিষদে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগে  এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনেরও আহ্বান জানিয়েছেন।

দারুসমান  বলেন, মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর এখনও নৃশংসতা অব্যাহত রয়েছে। সেখানকার রোহিঙ্গারা এখনও তীব্র অত্যাচার ও কঠোর নিষেধাজ্ঞার শিকার হচ্ছে। নির্বিচারে হত্যা ছাড়াও রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার মধ্যে রয়েছে একটি জনগোষ্ঠীকে গুম করে ফেলা, জন্মদান বন্ধ এবং আশ্রয় শিবিরগুলো ব্যাপকভাবে উৎখাত।

তিনি বলেন, ‘এটা চলমান গণহত্যা।’

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  বৈঠকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা মারজুকি দারুসমানের। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরো ছয়টি সদস্য দেশের অনুরোধে এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ৪৪৪ পৃষ্ঠার প্রতিবেদনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতায় মিয়ানমারের সেনাবাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। এতে বলা হয় মিয়ানমার সেনাবাহিনীর চালানো সহিংসতা 'আন্তর্জাতিক আইন অনুযায়ী অত্যন্ত গর্হিত অপরাধ।' এসব অপরাধের দায়ে মিয়ানমারকে যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে সমর্পণ করা হয় বা অ্যাড-হক ট্রাইব্যুনালের (বিশেষ বিচারের) আওতায় আনা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি