আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসা ছাড়া ইউরোপে যেতে পারবে না

যুক্তরাষ্ট্রের নাগরিকরা ২০২১ সাল থেকে ভিসা ছাড়া আর ইউরোপ ভ্রমণ করতে পারবে না।

শনিবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এই ঘোষণা দেয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

সংস্থাটি জানায়, ‘ইউরোপিয়ান শেনজেন এরিয়া’য় ভ্রমণ করতে হলে যুক্তরাষ্ট্রের পর্যটকদেরকে ‘ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেম’(ইটিআইএএস) নামের একটি নতুন ধরনের ভিসার প্রয়োজন হবে।

ইউরোপের ২৬টি দেশ এই ‘শেনজেন এরিয়া’র অন্তর্ভুক্ত এবং দেশগুলোর মধ্যে কোনও অভ্যন্তরীণ সীমান্ত নেই। স্পেন, ফ্রান্স, গ্রিস, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের মতো দেশগুলোর মানুষ অবাধে একটি দেশ থেকে আরেকটি দেশে যাওয়া-আসা করতে পারে।

এখন ভিসা ছাড়া ৯০ দিন ইউরোপ ভ্রমণ করতে পারে যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

ইইউ জানায়, ইটিআইএএসের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বৈধ পাসপোর্ট, একটি ইমেইল অ্যাকাউন্ট এবং একটি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকতে হবে।

সংস্থাটি আরও জানায়, এই ইটিআইএএসের মেয়াদ থাকবে তিন বছর। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যতবার প্রয়োজন, ততবার শেনজেন এরিয়াতে প্রবেশ করতে পারবে।

বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সাইপ্রাসের ভিসা নিয়ে ইইউ’র ‘ইউরোপিয়ান পার্লামেন্ট’ এবং ‘ইউরোপিয়ান কমিশনের সঙ্গে বিতর্ক আছে যুক্তরাষ্ট্রের। এই পাঁচ দেশে ভ্রমণ করতে হলে ভিসার প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের নাগরিকদের।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি