চলমান উত্তেজনার মধ্যেই চতুর্থ বারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রওনা দেবেন তিনি। সফরের আওতায় ইসরায়েলও আছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তার বরাতে এএফপি জানায়, এই সফরে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো
তথ্য জানাননি তিনি। এর আগের সফরেও বেশ কয়েকটি আরব দেশ পরিদর্শন করেছিলেন ব্লিঙ্কেন। গাজায় প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ সংকট কালীন সফরে যাচ্ছেন তিনি। বৈরুতের শহরতলীতে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এমনি এক সংকটকালীন সময়ে ব্লিঙ্কেনের এই সফরের খবর সামনে এলো। ফলে এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চতুর্থ এবং ইসরায়েলে পঞ্চম সফর হতে যাচ্ছে এটি—এই হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সফর অন্তর্ভুক্ত নয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
তথ্য জানাননি তিনি। এর আগের সফরেও বেশ কয়েকটি আরব দেশ পরিদর্শন করেছিলেন ব্লিঙ্কেন। গাজায় প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ সংকট কালীন সফরে যাচ্ছেন তিনি। বৈরুতের শহরতলীতে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এমনি এক সংকটকালীন সময়ে ব্লিঙ্কেনের এই সফরের খবর সামনে এলো। ফলে এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চতুর্থ এবং ইসরায়েলে পঞ্চম সফর হতে যাচ্ছে এটি—এই হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সফর অন্তর্ভুক্ত নয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস