যুক্তরাষ্ট্রের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সেবা খাতে বড় ধরনের সংকট তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই শত শত ফেডারেল অনুদান বাতিলের চিঠি পাঠানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এসব অনুদানের মাধ্যমে সারা দেশে মাদকাসক্তি, মানসিক অসুস্থতা ও গৃহহীন মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা পরিচালিত হচ্ছিল।
তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে অলাভজনক সংস্থাগুলোর জন্য মোট প্রায় ২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল বন্ধ হয়ে যেতে পারে। তবে এনপিআর (NPR) এখনো এই অঙ্ক স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের Substance Abuse and Mental Health Services Administration (SAMHSA) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
স্লিংশট সলিউশন্স নামক একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান অ্যান্ড্রু কেসলার বলেন, “আমরা সম্মুখসারির সেবা ব্যবস্থার মারাত্মক ক্ষতির মুখে পড়ছি। অনেক কর্মসূচিকে হয়তো আগামীকালই দরজা বন্ধ করে দিতে হবে।”
তিনি জানান, তিনি সল্ট লেক সিটি, এল পাসো, ডেট্রয়েটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সংস্থার কাছে পাঠানো অনুদান বাতিলের চিঠি পর্যালোচনা করেছেন।
মোবিলাইজ রিকভারি নামের একটি জাতীয় পর্যায়ের মাদক পুনর্বাসন অধিকারকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা রায়ান হ্যাম্পটন জানান, তার সংস্থা এক রাতেই প্রায় ৫ লাখ ডলার অনুদান হারিয়েছে।
হ্যাম্পটন বলেন, “প্রায় ২ বিলিয়ন ডলারের অনুদান বাতিল মানে হলো ওভারডোজ প্রতিরোধ, ন্যালোক্সোন বিতরণ ও পিয়ার রিকভারি সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাওয়া। এতে আমাদের কমিউনিটিগুলো সম্পূর্ণভাবে অরক্ষিত হয়ে পড়বে। এই নিষ্ঠুরতার মূল্য দিতে হবে মানুষের জীবন দিয়ে।”
এনপিআরের হাতে আসা দুটি অনুদান বাতিলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব কর্মসূচি আর ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে জানানো হয়, SAMHSA তাদের অনুদান কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে কিছু প্রকল্প বাতিল করছে।
চিঠি অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকেই অনুদান বাতিল কার্যকর হয়েছে এবং এর পর যেকোনো আর্থিক ব্যয় গ্রহণযোগ্য হবে না।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কাউন্টি বিহেভিয়ারাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি ডিরেক্টরস জানিয়েছে, সারা দেশে ২ হাজারের বেশি অনুদান, যার মোট মূল্য ২ বিলিয়ন ডলারেরও বেশি, এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। সংস্থাটি বলেছে, তারা এখনো পুরো ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন গত বছর রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেস মেডিকেইড খাতে বড় ধরনের কাটছাঁট অনুমোদন করেছে, যা ইতোমধ্যেই মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাইডেন প্রশাসনের সময় অফিস অব ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির ভারপ্রাপ্ত প্রধান রেজিনা লাবেল বলেন, “এই অনুদানগুলো সরাসরি জীবন বাঁচায়। ওভারডোজ সংকট এখনো একটি জাতীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা। এই সময় তহবিল বন্ধ করা একেবারেই অযৌক্তিক।”
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (APA) জানিয়েছে, বাতিল হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে তাদের Workforce Development Initiative এবং স্কুলভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রকল্প Notice. Talk. Act.
APA-এর প্রেসিডেন্ট ড. থেরেসা এম. মিসকিমেন রিভেরা এক বিবৃতিতে বলেন, “এক রাতেই হাজারো কর্মসূচি বন্ধ হয়ে যাওয়া ভয়াবহ বিপর্যয়। এতে লাখো মানুষ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, এসব কর্মসূচি বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের ঘাটতিপূর্ণ অঞ্চল ও স্কুলগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
APA ও অন্যান্য সংস্থা ট্রাম্প প্রশাসনের কাছে অবিলম্বে এই তহবিল পুনর্বহালের আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি মোকাবিলার পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ হবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম