আন্তর্জাতিক

ছায়াযুদ্ধ ছেড়ে ইসরায়েল–ইরান কি এখন সরাসরি যুদ্ধে?

সরাসরি ইসরায়েলে নিজ ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে জ্যেষ্ঠ জেনারেলদের হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। রাতভর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতা জাহির করার পাশাপাশি সম্মান রক্ষাও করেছে। কিন্তু তা করতে বড় ধরনের একটি ঝুঁকি তৈরি করছে দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি তাঁর দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সফলতাকে যথাযথ জবাব মনে করবেন নাকি ইরানের ওপর সরাসরি হামলা করে উত্তেজনা আরও বাড়াবেন? ইরান সরকার দামেস্কের হামলাকে কৌশলগত পরিবর্তনের বিন্দু ধরে নিয়েছিল। এর জবাব দিলে, ব্যর্থ হলে তাদের সুবিধার চেয়ে অসুবিধা বেশি হতো। কিন্তু পাল্টা হামলা চালানোর ফলে যা এত দিন ইসরায়েলের সঙ্গে তাদের ছায়াযুদ্ধ ছিল, তা বাস্তব ও আরও মারাত্মক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করল।’ ইরান তাদের হাতে থাকা কার্ড খেলে দিয়েছে। ছয় মাস ধরে তারা দেখছে, তাদের মধ্যপ্রাচ্যে কোণঠাসা করে ফেলা হচ্ছে। কয়েক বছর ধরেই ইসরায়েলের একের পর এক হামলার মুখে পড়েছে ইরান। ইরানের পরমাণুবিজ্ঞানী, সেনা কর্মকর্তাদের গোপনে হত্যা করা, পারমাণবিক ও সামরিক ক্ষেত্রগুলোতে বিস্ফোরণ, সাইবার হামলার মতো নানা আক্রমণ চালিয়ে আসার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এলএবাংলাটাইমস/এজেড