যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। খবর রয়টার্সের।
প্রতি বছর হাজার হাজার মানুষ সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন। কেউ কেউ সফল হন। তবে অনেকেই মুখোমুখি হন ভয়াবহ বিপদের।
আজকের দুর্ঘটনায় অন্তত ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সবসময়ই সচেষ্ট থাকলেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না। শুধুমাত্র গত এক সপ্তাহেই দুই হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ যেখানে ঢেউ অত্যন্ত শক্তিশালী। এ ধরনের পথ ছোট নৌকায় পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছিলেন, অভিবাসী পরিবহনের সঙ্গে জড়িত গ্যাংগুলোকে প্রতিরোধে তারা যৌথভাবে কাজ করবেন। কিন্তু তাদের এ প্রচেষ্টা খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। এলএবাংলাটাইমস/আইটিএলএস
প্রতি বছর হাজার হাজার মানুষ সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন। কেউ কেউ সফল হন। তবে অনেকেই মুখোমুখি হন ভয়াবহ বিপদের।
আজকের দুর্ঘটনায় অন্তত ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সবসময়ই সচেষ্ট থাকলেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না। শুধুমাত্র গত এক সপ্তাহেই দুই হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ যেখানে ঢেউ অত্যন্ত শক্তিশালী। এ ধরনের পথ ছোট নৌকায় পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছিলেন, অভিবাসী পরিবহনের সঙ্গে জড়িত গ্যাংগুলোকে প্রতিরোধে তারা যৌথভাবে কাজ করবেন। কিন্তু তাদের এ প্রচেষ্টা খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। এলএবাংলাটাইমস/আইটিএলএস