ফেব্রুয়ারি মাসে ইউক্রেন তাদের প্রায় ৩৯ হাজার সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে ২৮ হাজারের কম লোক নিয়োগ দিতে পেরেছে কিয়েভ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত জানুয়ারিতে ইউক্রেনের ৫১ হাজার ৯৬০ জন সৈন্য হারানোর পাশাপাশি ২৮ হাজার লোককে নিয়োগ দেওয়া হয়।
আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রায় ৪৮,৪৭০ জন সৈন্য হারিয়েছিল কিয়েভ, আর নিয়োগ দিয়েছিল ৩৩,০০০ সৈন্যকে।
মন্ত্রণালয় বলেছে, ফ্রন্টলাইনে ক্ষয়ক্ষতি প্রতিস্থাপন করে পরিস্থিতি উন্নত করার জন্য ইউক্রেন সরকারের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস