আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র মিয়ানমারের মান্দালয়ে অবস্থিত। তবে কম্পন এতটাই তীব্র ছিল যে, থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে। একজন ব্রিটিশ নাগরিক, যিনি ব্যবসায়িক সফরে ব্যাংককে অবস্থান করছিলেন, এ বিস্ময়কর অভিজ্ঞতা সম্পর্কে এবিসি নিউজকে বলেন, “আমরা তখন প্রধান ‘সুখুমভিত’ রেলস্টেশনের নিচে ছিলাম এবং প্রথম কম্পনে মনে হয়েছিল কোনো ট্রেন বিধ্বস্ত হয়েছে। কিন্তু কম্পন অব্যাহত থাকলে মানুষ দ্রুত বাইরে ছুটতে শুরু করে এবং হোটেল থেকে অতিথিদের রাস্তায় বের করে দেওয়া হয়।” অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর ব্যাংককের বিভিন্ন ভবনে অ্যালার্ম বাজতে শুরু করে। এবিসি নিউজ-এর হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাংককের এক WeWork অফিসের ছাদে থাকা সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে, আর আতঙ্কিত মানুষজন দ্রুত অফিস ত্যাগ করছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম