আন্তর্জাতিক

ঈদের দিনে তুরস্কের ভ্যান শহরে বোমা বিস্ফোরণ

পবিত্র ঈদের দিনেও তুরস্কের ভ্যান প্রদেশের প্রধান শহর ভ্যানে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ২৭ জন আহত হলেও কেউ নিহত হয়নি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অনলাইনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ভ্যান শহরে গভর্নরের কার্যালয় ও ক্ষমতাসীন একে পার্টির কাছে সোমবারের এ বিস্ফোরণ ঘটেছে। কুর্দিপ্রধান অঞ্চলের পৌরসভাগুলো থেকে মেয়রদের বরখাস্ত করার পরের দিন এ বিস্ফোরণ হলো।

পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভ্যান প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে ২০০ মিটার দূরে ঘটা এ বিস্ফোরণে আশপাশের ভবন, দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুর্দিপ্রধান তুরস্কের দক্ষিণাঞ্চলের স্বাধীনতার জন্য প্রায় তিন দশক ধরে লড়াই করছে কুর্দিরা। তুর্কি সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল, তা শেষ হয় ২০১৫ সালে। এরপর থেকে ওই অঞ্চলে হামলা-হাঙ্গামা বেড়ে গেছে।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, এ হামলার পেছনে পিকেকে থাকতে পারে। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

সোমবার অনেক দেশের মতো তুরস্কেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যান্য দিনে ভ্যান শহরের রাস্তাঘাট ব্যস্ত থাকলেও ঈদের দিনে তুলনামূলক কম ছিল। যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে বোমার বিস্ফোরণে চারতলা একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে গেছে ভবনে ও আশপাশের দোকানে।

দোগান নিউজ যে ছবি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আগুন নেভানোর কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি