কম্বোডিয়ার আঙ্কর ভাটের কাছেই বিস্তীর্ন জঙ্গলজুড়ে সুবিশাল মধ্যযুগীয় শহরের সন্ধান মিলল। ৭৩৪ বর্গমাইল জুড়ে বিস্তৃত ওপর দিয়ে ওড়ে যাওয়ার সময় আর্কিওলজিস্টদের লেজারে ধরা পড়ে সময়ে স্রোতে মুছে যাওয়া শহরগুলো।
বিজ্ঞানীদের দাবি, খমের সাম্রাজ্যের কয়েকটি শহরতো নিউইয়র্কের চেয়েও বড়। এই আবিস্কার খমের সাম্রাজ্য সম্পর্কে আর্কিওলজিস্টদের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। যা এতদিন মনে করা হতো, নগরপরিকল্পনা ও সেচ ব্যবস্থায় তার চেয়ে এগিয়ে ছিল এই সাম্রাজ্য।
এমন সুষ্ঠু ব্যবস্থা থাকা সত্ত্বেও এই শহরগুলো কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বেশ অবাক হয়েছেন গবেষকরা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বিজ্ঞানীদের দাবি, খমের সাম্রাজ্যের কয়েকটি শহরতো নিউইয়র্কের চেয়েও বড়। এই আবিস্কার খমের সাম্রাজ্য সম্পর্কে আর্কিওলজিস্টদের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। যা এতদিন মনে করা হতো, নগরপরিকল্পনা ও সেচ ব্যবস্থায় তার চেয়ে এগিয়ে ছিল এই সাম্রাজ্য।
এমন সুষ্ঠু ব্যবস্থা থাকা সত্ত্বেও এই শহরগুলো কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বেশ অবাক হয়েছেন গবেষকরা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি