আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হওয়ার পর ৩,০০১টি মিথ্যা বক্তব্য দিয়েছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শুরুতে যত মিথ্যা বক্তব্য দিতেন, সাম্প্রতিক মাসগুলোতে তিনি তার চেয়ে বেশি মিথ্যে বক্তব্য দিচ্ছেন।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ৩,০০১টি মিথ্যা বক্তব্য দিয়েছেন।

গত বছরের জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তার বিভিন্ন মিথ্যা বক্তব্যের হিসাব রাখছিল ওয়াশিংটন পোস্ট। এতে দেখা গেছে, ট্রাম্প দিনে ছয় থেকে সাতটি মিথ্যা কথা বলেন। কিন্তু ক্ষমতাগ্রহণের শুরুর দিনগুলোর চেয়ে এখন তিনি বেশি মিথ্যা কথা বলছেন।

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ১০০ দিনে ট্রাম্প দিনে চার-পাঁচটি মিথ্যা বলতেন। কিন্তু গত দুই মাস ধরে তিনি দিনে গড়ে নয়টি করে মিথ্যা বক্তব্য দিচ্ছেন বলে জানিয়েছে পত্রিকাটি।

গত সপ্তাহে ট্রাম্প মিশিগানে গিয়ে ৮০ মিনিটের বক্তৃতায় বিভিন্ন বিষয়ে ৪৪টি দাবি করেন।

ট্রাম্প অনেকগুলো অসত্য বক্তব্য বার বার ব্যবহার করেন। শেয়ারবাজারের অবস্থা আগের চেয়ে ভাল যাচ্ছে এই মিথ্যাটি সবচেয়ে বেশিবার বলেছেন (৯৭ বার)।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ২০১৭ সালে অন্যান্য দেশের স্টক মার্কেটের মত শক্তিশালী অবস্থানে ছিল না।

ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক ফক্সকন যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের জন্য ট্রাম্প কৃতিত্ব দাবি করেছেন ৭৮ বার। যদিও প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উদ্যোগ নিয়েছিল।

তৃতীয় যে মিথ্যাটি ট্রাম্প সবচেয়ে বেশিবার বলেছেন তা হচ্ছে ডিসেম্বরে তিনি কর কমানোর যে আইন চালু করেছেন, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড়। কিন্তু প্রকৃত পক্ষে তা অষ্টম বৃহত্তম কর কর্তন আইন।

ওয়াশিংটন পোস্ট সাবেক প্রেসিডেন্ট ওবামার মিথ্যা এভাবে নথিবদ্ধ করে বিশ্লেষণ করেনি। কিন্তু গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ট্রাম্প ও ওবামার মিথ্যা বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, ওবামা আট বছর ক্ষমতায় থাকার সময় যতগুলো মিথ্যা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ১০ মাসেই তার চেয়ে ছয়গুণ বেশি মিথ্যা বলেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি