লাইফ স্টাইল

বসন্তে ত্বকের যত্নে ভরসা রাখবেন যে তেলে

বসন্ত এসে গেছে। শীতের কনকনে ভাবটা কেটে গেলেও মৃদু হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে শরীর-মন। এ সময় শরীর ও ত্বকে নানান সমস্যা দেখা দেয়। বিশেষ করে র‍্যাশ, ব্রণ, ত্বক ঘষঘষে হওয়ার মতো সমস্যার সম্মুখীন হয় ত্বক। আর তাই এই সময়ে ত্বকের যত্ন নিতে প্রয়োজন এসেনশিয়াল অয়েলের। এই তেল ত্বকের ওপর বাড়তি কোনো প্রভাব ফেলে না। বর্তমানে বিউটি টিপসের নতুন সংযোজন এসেনসিয়াল অয়েল। আজকাল বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েল দিয়ে ত্বকের পরিচর্যা করাই ট্রেন্ড। নানান কারণে এসেনশিয়াল অয়েলের ব্যবহার খুবই বৃদ্ধি পেয়েছে। ফল, সবজি, গাছের পাতা বা কাণ্ড, বীজ কিংবা শিকড় থেকে নির্যাস বের করে যে তেল তৈরি করা হয়, সেটিই এসেনশিয়াল অয়েল। প্রাকৃতিক এই তেল যেমন কেমিক্যাল ফ্রি, তেমনি গুণমানেও বেশ ভালো। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে মাথায় রাখতে হবে, এটি সরাসরি ব্যবহার করা উচিত নয় বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে বা খুবই সেনসিটিভ স্কিন। জেনে নিন, এই মৌসুমে ত্বকের যত্ন নিতে যে তিনটি এসেনশিয়াল অয়েলের ওপর ভরসা রাখবেন- ক্যারট সিড অয়েল : সাধারণত কোনো ঘরোয়া ফেস প্যাক বা ফেস স্ক্রাবের সঙ্গে এই এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিতে হয়। তারপর সেই প্যাক সারা মুখে ভালো করে মেখে রাখলেই উপকার পাবেন। ত্বকের কালো দাগ-ছোপ নিমেষে দূর করতে এই তেল অত্যন্ত সহায়ক। এ ছাড়াও এর অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের অ্যালার্জি এবং এর ফলে সৃষ্ট ক্ষত সারাতে বেশ উপকারী। তবে কয়েকদিন টানা এই এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে হবে। টি ট্রি অয়েল : ত্বকের যত্নে ট্রি টি অয়েলের ব্যবহার গুনে শেষ করা যাবে না। অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল ত্বকের সজীবতা বজায় রাখে। যারা ড্রাই স্কিনের অধিকারী তাদের তো স্কিন রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয়। রাতে মুখ ধুয়ে নিয়ে রাতের ময়েশ্চারাইজারের সাথে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন এবং এটা পুরো মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে সফট স্কিন পেয়ে যাবেন। এ ছাড়াও ব্রণ, ব্রণের ক্ষত, রোদে পোড়াভাব কমাতেও এই তেল ব্যবহার করতে পারেন। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল : ল্যাভেন্ডার উদ্ভিদ থেকে তৈরিকৃত এই এসেনশিয়াল অয়েলটি মূলত অ্যারোমাথেরাপির জন্য বহুল ব্যবহৃত একটি উপাদান। তবে ত্বকের পরিচর্যায় ও মানসিক অস্থিরতা দূর করতে ল্যাভেন্ডার অয়েল ব্যবহৃত হয়ে আসছে বহু আগে থেকে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান যা মৃত কোষ নির্মূল করে ত্বকে সজীব কোষের জন্ম দেয়। ত্বকের কোনো দাগ-ছোপ বা ব্রণের উন্মুক্ত গর্ত সারিয়ে তুলতেও সাহায্য করে এই তেল।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস