লাইফ স্টাইল

মেকআপের পর ত্বক শুষ্ক দেখাচ্ছে?

বিয়েবাড়ি হোক কিংবা কোনও পার্টি— বেশিরভাগ তরুণীই আজকাল হালকা মেকআপ করতে পছন্দ করেন। সাজ এমন হবে যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। বরং মুখে স্নিগ্ধতা ফুটে উঠবে। অনেকেরই মেকআপের পর ত্বক শুষ্ক দেখায়। সেক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন- ১. মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। টোনারের পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখায়। ২. মেকআপের সময়ে সারা মুখে কনসিলার না লাগিয়ে যেখানে শুধু দাগছোপ আছে সেখানেই ব্যবহার করবেন। চোখের নিচে কালি পড়লে তা ঢাকার জন্য সে সব স্থানে ভালো করে কনসিলার লাগান। ৩. তরল ব্লাশ ব্যবহার করুন। এই ধরনের ব্লাশ খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। এতে মেকআপ চড়া মনে হবে না,ত্বক উজ্জ্বলও দেখাবে। ৪. সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করবেন না। যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন, সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। অতিরিক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক দেখায়। ৫. মেকআপ করার আগে ও পরে ফিক্সার স্প্রে ব্যবহার করুন। মেকআপ দীর্ঘ ক্ষণ ধরে রাখার পাশাপাশি, এটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ৬. ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে। মেকআপের পরেও আবার হাইলাইটার ব্যবহার করবেন। ৭. মেকআপের সময়ে অনেকেই প্রাইমার ব্যবহার করেন না। মেকআপ টিকিয়ে রাখতে এবং উজ্জ্বল ত্বক পেতে প্রাইমার ভালো কাজ করে।


  এলএবাংলাটাইমস/আইটিএলএস