লাইফ স্টাইল

যেভাবে তৈরি করবেন নেইল পলিশ রিমুভার

নেইল পলিশ তুলে ফেলার কাজটা তেমন কঠিন নয় বটে। কিন্তু আপনার হাতে সময় কম থাকলে রিমুভার, টিস্যু বা কটন বল নিয়ে বসে নেইল পলিশ তোলার কাজটি বিরক্তিকর লাগতে পারে বই কী। হয়তো কোনো কাজে বের হচ্ছেন, নেইল পলিশ তুলে যেতে হবে। অথবা পোশাকের সাথে নেইল পলিশ মানাচ্ছে না, অন্য রঙের পলিশ দিতে হবে এক্ষুনি। 
এমন সময়ে আমরা ভাবি দ্রুত নেইল পলিশ তুলে ফেলার কোনো পদ্ধতি থাকলে কতই না ভালো হতো! এমনই একটি পদ্ধতি হলো নেইল পলিশ রিমুভার জার। এই জারের সাহায্যে দ্রুত নেইল পলিশ তুলে ফেলা যায়। কিন্তু মেকআপের দোকানে কিনতে পাওয়া এসব জার বেশ দামী। দ্রুত নেইল পলিশ তুলে ফেলার জন্য কম খরচে আপনি নিজেই তৈরি করতে পারেন নেইল পলিশ রিমুভার জার। চলুন দেখে নিই প্রণালীটি-
যা যা লাগবে
- ছোট্ট একটি কাঁচের জার, ঢাকনাসহ
- স্পঞ্জ
- নেইল পলিশ রিমুভার
- কাঁচি
যা করতে হবে১) প্রথমে ছবির মতো লম্বা করে দুটি টুকরোয় কেটে নিন স্পঞ্জের টুকরোটাকে।
২) এরপর এই দুটি টুকরো একসাথে গোল করে পেঁচিয়ে নিন। এই রোলটাকে কাঁচের জারের ভেতরে রাখুন।
৩) এবার এই রোলের ভেতরে বেশি করে ঢেলে দিন নেইল পলিশ রিমুভার জাতে স্পঞ্জ পুরোটা ভিজে যায়। এবার এতে শক্ত করে ঢাকনা লাগিয়ে রাখুন।
ব্যাস, তৈরি আপনার নেইল পলিশ রিমুভার জার। দরকারের সময়ে এই জার খুলে স্পঞ্জ রোলের ভেতর নখ ঢুকিয়ে ঘষে নিলেই খুব কম সময়ে উঠে যাবে নেইল পলিশ। জারের স্পঞ্জ বেশিদিন ব্যবহার করার পর ময়লা হয়ে গেলে তা পরিবর্তন করে নতুন স্পঞ্জ ব্যবহার করুন, অথবা আরেকটু নেইল পলিশ রিমুভার ঢেলে নিতে পারেন।