লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বিস্ফোরণে ১১ দমকলকর্মী আহত


লস এঞ্জেলেসে একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিস্ফোরণে অন্তত ১১ দমকলকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটল টোকিও একটু বাইরে এই দুর্ঘটনা ঘটে।  লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।  

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান রালাফ টেরাজাস বলেন, একতলা ভবনে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা তাদের দায়িত্বপালন করছিল। কিন্তু ভেতরের ধোঁয়া জমছিল ও ভবনটি গরম হচ্ছিল। 

দমকলকর্মীরা পরিস্থিতি প্রতিকূলে ভেবে বের হতে গেলে বিস্ফোরণ ঘটে। মই বেয়ে অনেকে নিরাপদে আসতে সক্ষম হয় বলে জানান রালাফ ।

এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, ভবনটি থেকে কালো বেরুচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে ও সাইরেন বাজছে। অগ্নিদগ্ধ ১১ দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের  অবস্থা গুরুতর। চারজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে দুজনকে।

দায়িত্বরত চিকিৎসকরা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দমকলকর্মীরা সতর্ক ছিল। পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ বলেন, এমন কিছু হওয়ার ঝুঁকি সবসময় থাকে। তবে আমরা নিরাপদ থাকার চেষ্টা করি।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ