লস এঞ্জেলেস

করোনার বিরুদ্ধে জিততে চলেছে ক্যালিফোর্নিয়া



গত তিন মাস যাবত ক্যালিফোর্নিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪০০ তে। তারপরও সংক্রমণের হার বিবেচনা করলে দেখা যায় করোনার বিরুদ্ধে জিততে চলেছে ক্যালিফোর্নিয়া।

করোনায় মৃত্যু কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিলেও বেশ কিছু উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমনকি স্বাস্থ্য কর্মকর্তারাও অর্থনীতি পুনরায় সচলে সবুজ সংকেত দিচ্ছেন। 

গত সপ্তাহে রাজ্যে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ২২৯ জনে, যা পূর্ববর্তী সপ্তাহে ছিল ১৩ হাজার ৪১ জন। পরীক্ষার সংখ্যা তুলনামূলক বাড়ানোয় এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া হাসপাতালে ভর্তির সংখ্যাও  ছয় সপ্তাহ আগে ছিল শীর্ষে। যা শতকরা ১৫ ভাগ কমে এসেছে।

এদিকে কাউন্টিগুলোতে জীবনযাত্রা ও অর্থনীতি পুনরায় সচল করতে সোমবার নতুন নিয়মের কথা জানিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। যেমন গত ১৪ দিনে প্রতি এক লাখে ২৫ জনের কম বাসিন্দা করোনায় আক্রান্ত হলে বিস্তৃত পরিসরে ব্যবসা চালু করতে পারবে কাউন্টিগুলো।  

এ হিসেবে কন্ট্রা কস্তা, মনিটিরি, নাপা, সান জোয়াকিন, সান লুইস অবিশপ, সান্তা ক্লেরা, ইয়োলো কাউন্টি বড় পরিসরে লকডাউন শিথিলের শর্ত পেরিয়ে গেছে। তারা পরবর্তী ধাপের ব্যবসা কার্যক্রম পুরোদমে অর্থাৎ রেস্টুরেন্ট ও শপিংমল  চালু করতে পারবে।

মঙ্গলবার নাপা কাউন্টি জানিয়েছে, তারা রেস্টুরেন্টগুলোতে ডাইনিং চালুর অনুমতি পেয়েছে রাজ্যের কাছ থেকে। তবে নেইল সেলুন, পর্যটন এখনো বন্ধ থাকছে।

সান ফ্রান্সিসকোর স্বাস্থ্য পরিচালক ডক্টর গ্র্যান্ট কলফ্যাক্স বলেন, চমৎকার ব্যাপারটি হচ্ছে আক্রান্তের রেখাচিত্র শুধু সমানই রইছে না বরং হসপিটালে আক্রান্তের হিসেবে তা কমছেও। যা আশার মতোই বিষয়।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ