লস এঞ্জেলেস

জনসংখ্যা ঘনত্ব ও দরিদ্রতার কারণে লস এঞ্জেলেসে কঠিন হচ্ছে করোনা যুদ্ধ



ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ কাউন্টি বড় পরিসরে দোকান ও ব্যবসা-বাণিজ্য চালু করলেও লস এঞ্জেলেস অন্যদের সঙ্গে যোগ দিতে পারেনি।

অন্যতম জনবহুল এই কাউন্টিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোনো কাউন্টি থেকে অনেক বেশি। এমনকি গভর্নর গেভিন নিউসাম করোনা নিয়ম শিথিল করলেও সে শর্তে উতরে যেতে পারেনি লস এঞ্জেলেস কাউন্টি।

আগামী ৪ জুলাইয়ের আগে বড় পরিসরে এই কাউন্টিতে কর্মকাণ্ড শুরু হবে না বলেই ধারণা করা যায়।

ক্যালিফোর্নিয়ার মোট করোনা আক্রান্তের প্রায় অর্ধেকই লস এঞ্জেলেসের বাসিন্দা। এবং মোট মৃতের ৫৫ শতাংশ এই কাউন্টিতে ঘটেছে।

অতি সম্প্রতি কাউন্টির করোনা পরিস্থিতির উন্নতি হলেও হোয়াইট হাউজ জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টির করোনা সংক্রমণ উদ্বেগজনক।

জনসংখ্যা ঘনত্ব লস এঞ্জেলেসের আরও একটি প্রকট সংকট। কাউন্টির আবাসিক সেবাকেন্দ্র ও নার্সিং হোমগুলো করোনা সংক্রমণের মূল কেন্দ্র। যদিও সব নার্সিং হোমে আগ্রাসীভাবে এখনো করোনা টেস্ট সম্ভব হয়নি।

 দরিদ্রতার কারণে  আবাসিক সংকট থাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা ছড়িয়েছে বেশি। মারা গেছে অর্ধেকেরও বেশি মানুষ। 

তবে সংক্রমণের শুরুর দিকে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় করোনা প্রাদুর্ভাব ছিল  তুলনামূলক মারাত্মক। এরপর লস এঞ্জেলেস এর বেভারলি হিলস, বেল এয়ার, ব্রেন্টনউডে করোনা ছড়াতে থাকে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ