লস এঞ্জেলেস

অকল্যান্ডে বন্দুক হামলায় ফেডারেল সিকিউরিটি অফিসার নিহত


অকল্যান্ডে আদালত প্রাঙ্গণের বাইরে বন্দুক হামলায় এক ফেডারেল কন্ট্রাক্ট সিকিউরিটি অফিসারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এফবিআই শনিবার এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে রোনাল্ড ভি ডিলুমাস ফেডারেল বিল্ডিং এর বাইরে একটা গাড়ি এসে থামে শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে। তখন কেউ একজন গুলি ছোঁড়ে। নিহত ব্যক্তি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের ফেডারেল প্রটেক্টিভ সার্ভিসে কাজ করতেন। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি তারা কেমন অবস্থায় আছেন তাও। অফিসাররা নিয়মিত ডিউটির অংশ হিসেবে ফেডারেল কোর্ট হাউজে অবস্থান করছিলেন।

এই গুলির ঘটনা ঘটেছে অকল্যান্ড পুলিশ হেডকোয়ার্টাস থেকে আধা মাইল কম দূরত্বে। সেখানে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মৃত্যুর ঘটনায় তারা প্রতিবাদ করছেন। 

গত ২৫ মে সন্ধ্যায় ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ