লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বিক্ষোভ, ভাঙচুর, লুণ্ঠনের ঘটনায় গ্রেফতার ৫ শ


শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এখনো উত্তপ্ত হয়ে আছে ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেসে বিক্ষোভ, ভাঙচুর, লুণ্ঠনের ঘটনায় অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বে এরিয়ায় প্রতিবাদকারীরা ফ্রিওয়েজগুলো বন্ধ করে দেয়। রাতভর দোকানপাট ভাঙচুর করা হয়। এছাড়া অকল্যান্ডে অন্তত ১ হাজার মানুষ আন্দোলনে জড়ো হয়। তারা জানালা ভাঙচুর করে, দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকে  প্রতিবাদ স্বরূপ।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন। তারা আন্দোলনকারীদের জায়গা খালি করতে নির্দেশ দিয়েছিলেন।
এদিকে অকল্যান্ডে আদালত প্রাঙ্গণের বাইরে বন্দুক হামলায় এক ফেডারেল কন্ট্রাক্ট সিকিউরিটি অফিসারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সান ফ্রান্সিসকো ফিল্ড অফিস এর এফবিআই ডিপার্টমেন্ট এবং অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনার অনুসন্ধান করছে।
এর আগে সান জোসে ১১০ ফ্রিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। রাত ৯টা ৩০ মিনিটের দিকে ১০ ফ্রিওয়ে থেকে ১০১ ফ্রিওয়ে এবং ১০১ ফ্রিওয়ে থেকে আলমেডা স্ট্রিট খালি করতে বিক্ষোভকারীদের নির্দেশ দেয় পুলিশ। সহিংসতা ঘটানো ও সম্পদের ক্ষতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। 
প্রসঙ্গত গত ২৫ মে সন্ধ্যায় মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তৃতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ