লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে ন্যাশনাল গার্ড সেনারা



ভারী অস্ত্রে সুসজ্জিত ন্যাশনাল গার্ড সেনাদের লস এঞ্জেলেস শহরে টহল দিতে দেখা গেছে। আন্দোলনে বিক্ষুব্ধ এক রাতের পর রোববারের শুরু থেকে শহর পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে বেশ কিছু পুলিশযানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছিল।

সারা শহরে নজিরবিহীন কারফিউর পর সকালবেলা দেখা মিলল দোকানপাটের ভাঙা জানালা, সিকিউরিটি গেটের ধ্বংসযজ্ঞ ও বিভিন্ন ব্লকে কারফিউ।
এর আগে শনিবার এল এ মেয়র এরিক গ্যারসেটি বলেন, তিনি গভর্নর গেভিন নিউসামকে বলেছেন যাতে ৫০০-৭০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করবে ১০ হাজার পুলিশ সদস্যের সাথে।

গ্যারসেটি বলেছেন, মোতায়েন হওয়া গার্ড সদস্যরা স্থানীয় আইনরক্ষা বাহিনীকে শহরের শান্তি বজায় রাখতে সহযোগিতা করবে।

আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন ও দোকানপাট। ফায়ার সার্ভিস ডজনখানেক আগুন নিয়ন্ত্রণে এনেছে। আন্দোলনকারীদের হামলায় এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন লস এঞ্জেলেস পুলিশপ্রধান মাইকেল মুর।

রাত ৮টায় কারফিউ কার্যকর হওয়ার পর থেকেই পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শুরু করে। গ্রেফতার করা হয় ৫০০ জনকে।

কমিউনিটি নেতারা এ ধরনের আন্দোলনে সহিংস কাজের নিন্দা জানিয়েছেন। সবাইকে উগ্র তৎপরতা থেকে বিরত থাকতে বলছেন।


এলএ/ বাংলা টাইমস/এন/এইচ