লস এঞ্জেলেস

মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে ৩ জুন বিশেষ উড়োজাহাজের যাত্রা



বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে। আগামী ৩ জুন, বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে।

যেসব মার্কিনিরা ইতোমধ্যে দূতাবাসের ওয়েবসাইটে (https://bit.ly/35bbXtW)  রেজিস্ট্রেশন করেছেন, তাদের ইমেল করা হবে যাতে তারা বুকিং করতে পারেন।

আগ্রহী যাত্রীদের যথাযথ তথ্য সরবরাহ করে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সরবরাহ করতে হবে। প্রতি বিমান টিকিটের জন্য খরচ পড়বে ১৭০০ মার্কিন ডলার। 

যদি বিমানে বাড়তি সিট থাকে তাহলে আইনত স্থায়ী অধিবাসী (এলপবআরএস) যারা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তাদেরও ইমেইল করে জানানো হবে।

যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরতে চাইছেন তাদের এই সুযোগ নেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নতুবা বাণিজ্য ফ্লাইট পুনরায় চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

যারা যেতে ইচ্ছুক তাদের দ্রুত রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে কোনো রকম ফোন না দেওয়ার জন্য। যেকোনো প্রয়োজনে দূতাবাস ইমেইলের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। দূতাবাসে নিশ্চিত না করলে কাউকে বিমানবন্দরে না আসার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ