লস এঞ্জেলেস

ল্যুভেলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রতিবাদকারী নিহত



পুলিশ ও ন্যাশনাল গার্ড সেনাদের পাল্টাগুলিতে কন্টাকির ল্যুভেলে এক আন্দোলনকারীর প্রাণ গেছে। কে গুলি ছুঁড়েছে সে ব্যাপার গোপন রেখেছে ল্যুভেল কর্তৃপক্ষ। এছাড়া নিহত ব্যক্তিরও নাম প্রকাশ করা হয়নি।

সোমবারের শুরুতে এই ঘটনা ঘটেছে। বড় জনতার ঢলকে নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছোঁড়ার কথা জানিয়েছে ল্যুভেল কর্তৃপক্ষ।

ল্যুভেল মেট্রো পুলিশ চিফ স্টিভ কনার্ড  রাত ১২টা ১ মিনিটে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমাদের অফিসার ও সেনারা আন্দোলনকারীদের সরিয়ে দিতে গিয়ে এক পর্যায়ে গুলি চালায়। এলএমপিডি ও ন্যাশনাল গার্ড সেনারা গুলি চালিয়েছে। একজন মারা গেছেন।

তবে কার গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে তা জানায়নি কর্তৃপক্ষ। নিহতের পরিচয়ও গোপন রাখা হয়েছে। ল্যুভেল পুলিশ বলছে তারা কয়েক জনের সাক্ষাৎকার নিচ্ছে ও ভিডিও সংগ্রহ করছে। ল্যুভল শহর রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত কারফিউ আইনের অধীনে রয়েছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ