লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে বৃহস্পতিবার কারফিউ থাকছে না: শেরিফ


লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ এলেক্স ভিলেনুয়েভা জানিয়েছেন, বৃহস্পতিবার কাউন্টিতে কারফিউ কার্যকর হবে না। তবে স্থানীয় পর্যায়ে বা অন্যান্য বিভাগ তাদের সিদ্ধান্ত নিতে পারে।


তিনি বলেন, পরিস্থিতির সম্পর্কে বর্তমান সচেতনতা ও শান্তিপূর্ণ আন্দোলনের কারণে এলএ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট কারফিউ বলবৎ রাখবে না। অন্যরা নিজেদের সিদ্ধান্ত নিতে স্বাধীন।

পুলিশি নিযাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর হতে আন্দোলন চলছে এলএ কাউন্টিতে। নিরাপত্তায় টানা চারদিন কারফিউ বজায় ছিল। শহরগুলো নিজেদের মতো করে কারফিউর সময় নির্ধারণ করেছিল।

কারফিউ কার্যকর থাকাকালে পুলিশ অফিসাররা রাস্তায় বের হওয়াদের চাইলে গ্রেফতার করতে পারতেন। ইতোমধ্যে এলএ পুলিশ প্রধান মাইকেল মুর জানিয়েছেন, নিরাপত্তা বিধি ও আইন অমান্যসহ গুরুতর অপরাধে ২৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার কাউন্টি সুপারভাইজর জেনিস হ্যান বলেন, কারফিউর আর কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গ্রেফতারে এটি ব্যবহার হচ্ছে বলে মনে হচ্ছে।

এলএ মেয়র এরিক গ্যারসেটিও বুধবার কারফিউ তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ