লস এঞ্জেলেস

১১.১ শতাংশ কর্মহীন হওয়ায় নতুন আরও ৪.৮ মিলিয়ন চাকুরির সুযোগ সৃষ্টি



বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুনে যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা ১১.১ শতাংশ নেমেছে, এই অবস্থার উন্নয়নে নতুন আরো ৪.৮ মিলিয়ন লোকের কর্মের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে দ্বিতীয় বারের মতো দোকান ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ও চাকুরী ছাঁটাইয়ের ঘটনা ঘটছে যা অবস্থার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে।

মে মাসে বেকারের সংখ্যা ছিল ১৩.৩ শতাংশ ছিল যা হতাশাজনক বলে মন্তব্য করা হয়। রাজ্যগুলোতে দ্বিতীয় বারের মতো যখন সব কিছু বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঠিক তার পূর্বেই এই বেকারত্বের পরিমাণ কমার বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হলো। অর্থনীতিবিদ জেসি এডগারটন বলেন, এই চাকুরির সুযোগ সৃষ্টি একটি অপ্রচলিত স্ন্যাপশট মাত্র। 

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৫০৭০০ মানুষ  কভিড-১৯ আক্রান্ত হচ্ছে যা পূর্বের মাসের দ্বিগুণ তখনই এই সংবাদ প্রকাশ করা হলো।

ক্যালিফোর্নিয়ায়, টেক্সাস ও ফ্রোরিডায় সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি যার ফলে এই অঞ্চলের দোকান ব্যবসায় প্রতিষ্ঠানসহ সেবা প্রতিষ্ঠান দ্বিতীয় বারের মতো বন্ধ রাখা হচ্ছে যা চাকুরির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চাকুরির সুযোগ সৃষ্টি মূলত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা যদিও আমরা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জর্জরিত অবস্থায় রয়েছি।’ এইদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সমস্যাটির তীব্রতা বৃদ্ধি করেছে এবং তিনি সমস্যা সমাধানের ৫০ গজের মধ্যেও যেতে পারছে না।’

এলএ বাংলা টাইমস/এ/আই