লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে যে স্থান করোনার কেন্দ্র বিন্দু



লস এঞ্জেলেসে এই সপ্তাহে নতুন করে চারটি করোনাভাইরাস টেস্টিং সাইট খোলা হয়েছে যা ফার্স্ট ডিসট্রিক্ট ও ইস্ট লস এঞ্জেলেসে অবস্থিত। সুপারভাইজার হিল্ডা সলিস এই অঞ্চলগুলোকে করোনাভাইরাসের কেন্দ্র বিন্দু হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘শুধু আমার ডিস্ট্রিক্টে তেরোটি করোনা টেস্টিং সাইট রয়েছে। এর কারণ আমাকে বলে বুঝাতে হবে না। দুর্ভাগ্যজনকভাবে ফার্স্ট ডিসট্রিক্টে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি।’ 

লস এঞ্জেলেস কাউন্টিতে এই সপ্তাহে মন্টেবেলো, সাউথ গেইট, প্যানোরেমা সিটিতে করোনা টেস্টিং সাইট খোলা হয়েছে এবং বয়েল হাইটসে পাবলিক-প্রাইভেট মালিকানার ভিত্তিতে আরেকটি করোনা টেস্টিং সাইট খোলা হয়েছে। হুন্ডাইর এক লক্ষ ডলার অনুদানের ফলে এটা সম্ভব হয়েছে।    

লস এঞ্জেলেসে নিম্ন আয়ের পরিবার এবং হিসপানিক ও কৃষ্ণাঙ্গ মানুষ অধিক মাত্রায় করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। সলিস বলেন, ‘যারা এখানে কাজ করেন তাদের অনেকই এসেনশিয়াল শ্রমিক। তাদের অনেকই নিরুপায় হয়ে কাজে যায়। এর মাধ্যমে তাদের পরিবার চলে। অনেকে আবার স্বাস্থ্য সেবা নিতে পারেন না এমনকি জানেও না করোনা টেস্টিং সুবিধা রয়েছে।’

কেনাকাটার সময় যারা মাস্ক পড়ে না তাদের থেকে ব্যবসায়ীদের বাঁচাতে লস এঞ্জেলেস সিটির কাউন্সিলম্যান হার্ব ওসেন একটি আইন প্রণয়ন করেছেন। ওসেন বলেন, ‘বিশ্বে এমন কোনো তথ্য নেই যা মাস্ক পড়লে মানুষের ক্ষতি হয় বলে স্বীকার করে। এটা ক্ষতি না করলে এবং অধিকাংশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এটা কাজ করে। তাই এটা আমাদের পড়তে হবে।’

এলএ বাংলা টাইমস/এস/আর